🌺 বেল্ট ব্যবহারের সুবিধা__
🌿 এটি পেটের চারপাশে আরামদায়ক টাইট একটি বন্ধনি হিসেবে কাজ করে। হালকা প্রেশারের কারণে পেটের থলথলে ভাব কমে যায়।
🌿 সিজারের সময় পেটের কয়েক স্তরের মাংস পেশি কেটে যায়। বেল্ট পরার ফলে প্রেশারের কারণে সেই পেশি জোরা লাগার পদ্ধতি ত্বরান্বিত হয়।
🌿 বেল্ট ব্যবহার করলে নবজাতককে কোলে নিতে, দুধ খাওয়াতে, নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং ব্যাথা কম হয়।
🌿 কোমর ব্যথায় উপশম হয়।
🌿নরমাল ডেলিভারির পরদিন থেকে এই বেল্ট ব্যবহার করা যায়।।
🌿 দিনে সর্বোচ্চ ১০-১২ ঘন্টা বেল্ট ব্যবহার করা যাবে।
🌿 যারা মেদ/ ভুঁড়ি কমাতে চাচ্ছেন, বা কোমড় ব্যাথায় ভুগছেন, তারাও খুব সহজে এই বেল্ট ব্যবহার করে উপকৃত হবেন ইন শা আল্লাহ।।
🌺 বেল্ট ব্যবহারে যেসকল বিষয় খেয়াল রাখবেন__
🌿 বেল্ট এমনভাবে বাধঁবেন যেন তা খুব বেশি শক্ত বা খুব বেশি ঢিলেঢালা না হয়। সহনীয় হয় এমনভাবে বাধঁবেন।
🌿 খাবার খাওয়ার ৩০ মিনিট পর বেল্ট বাঁধবেন। ঘুম এবং গোসলের সময় বেল্ট পরবেন না।
🌿 বেল্ট ভিজে গেলে ভেজা বেল্ট পরবেন না। এতে র্যাশ হতে পারে।
Reviews
Clear filtersThere are no reviews yet.